“বাংলা রেসিপি” ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে ০২ জানুয়ারি ২০২৫ সালে। বাংলাদেশের বিভিন্ন রন্ধনশিল্পীর তৈরি করা খাবারের রেসিপি নিয়ে ওয়েবসাইটে দিয়ে “বাংলা রেসিপি”-এর যাত্রা শুরু হয়েছে। “বাংলা রেসিপি” বাংলাদেশের সকল বড় রেসিপি ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম।

“বাংলা রেসিপি” নামে ওয়েবসাইট তৈরি হওয়ার পূর্বে “রসনা বিলাস” নামে ওয়েবসাইট তৈরি হয়ে ছিল। “রসনা বিলাস” ওয়েবসাইটটি ২০১২ সালের দিকে তৈরি হয়ে ছিল। তখন ওয়েবসাইটটি রন্ধনশিল্পী ও পাঠকদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে ছিল। প্রতিদিন দেড় থেকে দুই লক্ষ পাঠক ওয়েবসাইটে প্রবেশ করতেন। যাত্রা শুরুর ২ বছর পর মাঝে মধ্যে হ্যাক হয়ে ওয়েবসাইট ডিলিট করে দেওয়া হত। পরে বিভিন্ন নামে ও নতুন করে ওয়েবসাইট তৈরি করে কাজ শুরু করলেও কয়েক মাস পর আবার ওয়েবসাইট হ্যাক হত। সব শেষে ২০১৭-২০১৮ সালের দিকে ওয়েবসাইট সম্পূর্ণ ভাবে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়।

“বাংলা রেসিপি” নামে আবার ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে। আমাদের পুরাতন রেসিপিগুলো খুঁজা হচ্ছে। রেসিপিগুলো খুঁজে পেলে অবশ্যই ওয়েবসাইটে আপলোড করা হবে।